আল হারামাইন সিকিউরিটিজের শেয়ার লেনদেনের সনদ বাতিল

আল হারামাইন সিকিউরিটিজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম আল হারামাইন সিকিউরিটিজকে শেয়ার লেনদেনের জন্য ট্রেক সনদ প্রদান করেছিলেন। পরবর্তীতে বিএসইসির অনুমোদন পেয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রমও শুরু করে। তবে ট্রেক সনদধারী প্রতিষ্ঠান হিসেবে মূলধন ও দায়দেনা সম্পর্কিত যে আর্থিক শর্তগুলো পূরণ করা বাধ্যতামূলক, তা যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হয় আল হারামাইন সিকিউরিটিজ।

এ কারণে ডিএসই কর্তৃপক্ষ কয়েক দফায় প্রতিষ্ঠানটিকে সময়সীমা বাড়িয়ে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের সনদ বাতিল করা হয়। এর ফলে আল হারামাইন সিকিউরিটিজ এখন থেকে শেয়ারবাজারে আর কোনো ধরনের লেনদেন কার্যক্রমে অংশ নিতে পারবে না।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আল হারামাইন সিকিউরিটিজের অধীনে প্রায় একশ’র মতো বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী বিনিয়োগকারী ছিলেন। লেনদেনের সনদ বাতিল হওয়ায় এই বিনিয়োগকারীরা আর প্রতিষ্ঠানটির মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যেতে পারবেন না।

ডিএসই জানিয়েছে, আল হারামাইন সিকিউরিটিজের গ্রাহক বা বিনিয়োগকারীদের কারও তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা প্রয়োজনীয় নথিসহ লিখিতভাবে ১৩ নভেম্বরের মধ্যে ডিএসই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

Leave a Comment