কার্বন হিসাব প্রকাশে ব্যাংকিং খাতে নতুন দিগন্ত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দেশে প্রথমবারের মতো প্রকাশ করেছে ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’, যার মাধ্যমে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্বন হিসাব জনসম্মুখে উপস্থাপন করেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে টেকসই উদ্যোগের এই পদক্ষেপকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি জানায়, রিপোর্টে ব্যাংকটির ঋণ ও বিনিয়োগ কার্যক্রম থেকে সৃষ্ট মোট কার্বন নিঃসরণের পরিমাণ পরিমাপ ও প্রকাশ করা হয়েছে— যা টেকসই ব্যাংকিং চর্চায় দেশের জন্য এক নতুন দৃষ্টান্ত।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিপোর্টটি উন্মোচন করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন।

রিপোর্টে জিম ফাউন্ডেশনের পিসিএএফ (PCAF) ভিত্তিক টেমপ্লেট ব্যবহার করে স্কোপ ৩ নির্গমন অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব কার্যক্রম থেকে সৃষ্ট স্কোপ ১ ও ২— অর্থাৎ প্রত্যক্ষ ও জ্বালানি-সম্পর্কিত নির্গমনের হিসাবও সংযুক্ত করা হয়েছে।

ইউসিবি জানায়, তারা ভবিষ্যতে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আরও বাড়াবে এবং ধীরে ধীরে উচ্চ কার্বননির্ভর শিল্পে অর্থায়ন কমিয়ে আনবে— টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যেই এটি তাদের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ।

— এমএজেড

Leave a Comment