কেস নম্বর ২৭ – নিপ্পন ব্যাংক কেস

 “নিপ্পন ব্যাংক কেস” [ কেস নম্বর – ২৭ ]

 “নিপ্পন ব্যাংক কেস” [ কেস নম্বর – ২৭ ]

নিপ্পন ব্যাংক কেস

নিপ্পন ব্যাংক ১৯৯৭ সালের জানুয়ারী মাসে একজন আমদানীকারকের পক্ষে স্পেন হতে টাইলস আমদানীর লক্ষ্যে ১০ হাজার মার্কিন ডলার সমমূল্যের একটি L/C খুললো। যথারীতি সমমূল্যের অর্থের প্রয়োজনীয় শিপিং ডকুমেন্টস্ ব্যাংকের নিকট পৌছে বহু আমদানীকারক যথানিয়মে উক্ত ডকুমেন্টস্ রিটায়ার করে। এর কিছুদিন পর, অর্থাৎ ১৯৯৭ সালের এপ্রিল মাসে লেখা তা একই নেগোশিয়েটিং ব্যাংক হতে উক্ত নিয়ন ব্যাংকের বরাবরে আরও ১০ হাজার মার্কিন ডলারের সমমূল্যের অরিজিনাল শিপিং ডকুমেন্টস্ এসে পৌঁছে। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে, একই L/C-র অধীনে ২ বার উক্ত পণ্যের চালান পাঠানো হয়।

i) এখন যদি উক্ত আমদানীকারক ঐ ডকুমেন্টস্ গ্রহন করতে চায় তাহলে কিভাবে লেনদেনটি নিষ্পত্তি করা যাবে বলে আপনি মন করেন।

ii) আর যদি উক্ত আমদানীকারক এই ডকুমেন্টস্ গ্রহণ করতে না চায় এবং রপ্তানীকারকের পক্ষে উক্ত নেগোশিয়েটিং ব্যাংক যদি ওপেনি ব্যাংককে এই মর্মে অনুরোধ জানায় যে, যে পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি না হয় সে পর্যন্ত উক্ত পণ্য ওপেনিং ব্যাংক-এর জিম্মায় রাখা হউক- তাহলে ব্যাংকের কি পদক্ষেপ নেওয়া উচিত হবে?

 

Leave a Comment