কেস নম্বর ২৯ – সিমি ব্যাংক কেস

“সিমি ব্যাংক কেস” [ কেস নম্বর – ২৯  ]

সিমি ব্যাংকের একজন আমদানীকারকের অনুকূলে পাকিস্তান থেকে মূলধনী যন্ত্রপাতি আমদানীর জন্য একটি LC অনুমোদন করলো। উক্ত একটি LIC টি অনুমোদন করার সময় একই ব্যাংকের একজন মূল্যবান ও বিশ্বস্ত মঞ্চেল উক্ত আমদানীকারকের পক্ষে ব্যাংকে এই মর্মে আশ্বস্ত করে যে, যদি কোন কারণে উক্ত আমদানীকারক যথাসমগ্রে শিপিং ডকুমেন্টস্ নিষ্পত্তি করতে বর্ণ হয় তাহলে ঐ মে আমদানীকারকের সমস্ত দায়ভার গ্রহন করবে এবং ব্যাংক তখন উক্ত ব্যাংকে রক্ষিত বা মক্কেলের হিসাবের বিপরীতে সমস্ত ক্ষতি সমন্বয় করবে।

পরবর্তীতে দেখা গেল, যথাসময়ে আমলানকৃত পণ্য খালাসে আমদানীকারক বর্ম হয় এবং তাকে উক্ত গ্যারান্টির ক্ষমতা বলে মরেলের হিসাব খাতের বিপরীতে এইদায় সমন্বয় করে। ইতঃমধ্যে কাকে উপরোক্ত আমদানীকারকের ঠিকানায় যোগাযোগ করে তার কোন হদিস বা খুঁজে পাওয়া যায় নি। তখন উক্ত মক্কেল (গ্যারান্টার) ব্যাংককে অনুরোধ করে যাতে তার নিকট ঐ শিপিং ডকুমেন্টস হস্তান্তর করা হয়। ব্যাংক তারই AVC এর বিপরীতে সমস্ত দায় সমন্বয় করেছিল। এখন কিভাবে উক্ত ডকুমেন্টস্ ঐ গ্যারান্টারের নিকট হস্তান্তর করা যায় ?

Leave a Comment