কেস নম্বর ৩৫ – নেয়াজ শরীফ কেস

“নেয়াজ শরীফ কেস” [ কেস নম্বর-৩৫ ]

 

একটি রপ্তানী প্রত্যয় পত্রের বিপরীতে বিদেশ থেকে সূতা আনার জন্য একজন অত্যন্ত রাজনৈতিক প্রভাবশালী পোষাক রপ্তানীকারক ৩০০,০০০ ইউ এস ডলার মূল্যমানের একটি Back to Back আমদানী প্রভায় পত্র খুললো। এটি খোলার পর রপ্তানীকারক নেয়াজ শরীফ সময়মত তার মালামাল (সুতা) বুঝে পেল।

কিন্তু সে তার বিদেশী ক্রেতার কাছে কোন পণ্য রপ্তানী করল না। এদিকে রপ্তানী প্রত্যয় পত্রের নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণের পর ব্যাংক মক্কেলকে তার দ্বারা উন্মুক্ত আমদানী প্রতায় পত্রের যাবতীয় দায়-দেনা শোধ করার জন্য অনুরোধ করল। এরই মধ্যে মক্কেল আমদানী বিলের যাবতীয় দেনা পরিশোধ হয়েছে এই মর্মে একটি Telex তথ্য বিদেশী ব্যাংক হতে করিয়ে আনল। এইভাবে যে বিদেশী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে বিদেশ থেকে সূতা আমদানী করতে থাকল। উপরোক্ত লেনদেনটি “বন্ডেড ওয়ার হাউস লাইসেন্স” এর সাথে সম্পৃক্ত।

১) এ প্রসঙ্গে মক্কেলের কি motive রয়েছে তা আলোচনা কর।

২) ব্যাংক অফিসারের দায়-দায়িত্ব।

৩) দেশ ও বাংকের স্বার্থ-রক্ষণে কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে ?

Leave a Comment