কেস নম্বর ৩৬ – এম. এম কবির কেস

“এম. এম কবির কেস” [ কেস নম্বর -৩৬ ]

এম. এম কবির ১০ দিনের মধ্যে পরিশোধ সাপেক্ষে ব্যাংক ৭৫০০০ ইউ এস ডলার মূল্যমানের একসেট জাহাজীকরণ দলিল ক করল। চুরি (Drawee) ব্যাংক ১০ দিনের মাথায় Remitting ব্যাংককে টাকা পরিশোধের অনুরোধ জানায়। কিন্তু সময় মত ক্রেতা তার ব্যাংক একাউন্টে টাকা পরিশোধ না করায় Drawer ব্যাংক নির্দিষ্ট মেয়াদে রপ্তানী বিলের টাকা পরিশোধে অসামর্থ্য হয়।

বিক্রেতা তখন ক্রেতার সাথে পূর্বের সম্পাদিক চুক্তির সূত্র ধরে মেয়াদ উত্তীর্ণের এক মাসের মধ্যে টাকা পরিশোধ করতে বলে। এরই মধ্যে বিক্রেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ভাগ্যের নির্মম পরিহাস যে, এর কিছু দিনের মধ্যে রপ্তানীকারকের ব্যাংক তার যাবতীয় আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করে দেয়। নিম্নলিখিত বিষয় আলোচনা করুন-

ক) Drawee ব্যাংকের দায় দায়িত্ব।

খ) ব্যাংকের নিকট Exp Form, দাখিল কর।

গ) নিজকে কবির মনে করে রপ্তানীকৃত পণ্যের মূল্য উদ্ধার করে তুমি কি ধরনের পদক্ষেপ নেয়া উচিত বলে মনে কর।

Leave a Comment