বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থী এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক একটি নতুন ঋণ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির আওতায় প্রার্থীরা বিদেশে গিয়ে ভাষা শিক্ষা গ্রহণ এবং বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের জন্য ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা গ্রহণ করতে পারবেন। বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকার জন্য দক্ষতার কোনো বিকল্প নেই, এবং এই বিষয়টি মাথায় রেখেই ব্যাংকটি তাদের স্লোগান ঠিক করেছে, ‘দক্ষতার মূল্য বিশ্বজুড়ে, ভাষা জানলে সুযোগ বাড়ে।’ এই ঋণের মাধ্যমে বিশেষ করে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি এবং রাশিয়ার মতো দেশগুলোতে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর এই প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশ থেকে প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু তাদের অনেকেই বিদেশে গিয়ে যথাযথ দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না। তারা বাধ্য হয়ে শ্রমিক পর্যায়ের কাজে যুক্ত হচ্ছেন। তিনি মনে করেন, বিদেশে গিয়ে শিক্ষার্থীরা যদি সঠিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা গ্রহণ করতে পারেন, তবে তাদের উচ্চ আয়ের পথ প্রশস্ত হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের এই ঋণ সুবিধা সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই থেকে পাঁচ বছর এবং সুদের হার ধরা হয়েছে ১১ শতাংশ, যা পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে।
ঋণ পাওয়ার যোগ্যতা হিসেবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তাকে অবশ্যই স্থানীয় স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীকে সংশ্লিষ্ট দেশের প্রতিষ্ঠান থেকে ভর্তির অফার লেটার বা নিশ্চিতকরণপত্র এবং ন্যূনতম মধ্যম মানের ভাষা দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। এই ঋণটি সর্বোচ্চ দুই বছর মেয়াদি স্বল্পমেয়াদি কোর্সের জন্য প্রদান করা হবে। ঋণ আবেদনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোনো এজেন্টের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি ব্যাংকের শাখায় অথবা অনলাইনে আবেদন করতে হবে।
ঋণের অংকের ওপর ভিত্তি করে জামানতের ধরনে ভিন্নতা রয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের সারণীতে তুলে ধরা হলো:
| ঋণের পরিমাণ | জামানত বা গ্যারান্টি |
| ১ থেকে ৩ লাখ টাকা | স্থাবর সম্পত্তির প্রয়োজন নেই। একজন জামিনদারের ব্যক্তিগত গ্যারান্টি ও সচল ব্যাংক হিসাবের ৩টি চেক পাতা জমা দিতে হবে। |
| ৩ থেকে ৫ লাখ টাকা | ঋণের পরিমাণের অন্তত দ্বিগুণ মূল্যের স্থাবর সম্পত্তি জামানত রাখতে হবে। |
| ৫ থেকে ১০ লাখ টাকা | ব্যাংকের নামে রেজিস্টার্ড মর্টগেজ এবং অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দলিল প্রদান করতে হবে। |
আবেদনের সময় প্রার্থীকে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্টের কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ভাষা শিক্ষার সনদ। সেই সঙ্গে ঋণ পরিশোধে সক্ষম এমন একজন জামিনদারের যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। ঋণ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা সহায়তার জন্য ব্যাংকের হেল্পলাইন নম্বর ১৬২৩৮ খোলা রাখা হয়েছে।
