মেরকেন্টাইল ব্যাংক পিএলসি এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। এই কর্মসূচিটি ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’-এর আওতায় অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত হয়। আজ নরসিংদীর জালকুড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেরকেন্টাইল ব্যাংক পিএলসি-র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা মো. জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার মধ্যে সনদ, ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। কর্মসূচির শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, SICIP-এর কর্মসূচি পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক; মো. আয়ুব আলী, SICIP-এর উপপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক; ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, মেরকেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান; এবং মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী, ব্যাংকের এসএমই বিভাগের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানটি দেশে উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং নবীন উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে মেরকেন্টাইল ব্যাংকের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়।
